‘মুশফিকের মন্তব্য দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে’

প্রথম টেস্টে ৩৩৩ রানের বিশাল হার। দ্বিতীয় টেস্টে এসে ব্যবধানটা আরও বড় হয়েছে। এবার জুটেছে ইনিংস ও ২৫৪ রানের দুমড়ে মুচড়ে যাওয়া এক হার। কিন্তু এই দুই হার যেন কিছুই নয়। আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের অধিনায়কত্ব ও সংবাদ সম্মেলনে তার বলা কিছু কথা। মুশফিকের কথাগুলো ভালভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মুশফিকের মন্তব্য দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সীমানার কাছে ফিল্ডিং করেছেন মুশফিক। যদিও অধিনায়করা সব সময় মিড অন, মিড অফ বা স্লিপে ফিল্ডিং করে থাকেন। টস জিতেও ফিল্ডিং নেওয়ার মতো এ ব্যাপারটিও যে তার হাতে ছিল না সেটা জানাতে গিয়ে মুশফিক বলেছিলেন, ‘কোচরা চেয়েছেন আমি যেন বাইরে বাইরে ফিল্ডিং করি। কারণ, সামনে থাকলে আমার কাছ থেকে নাকি রান হয়ে যায়। আমার হাতে ক্যাচ-ট্যাচ আসলে নাকি ধরার সুযোগ থাকে না।’
এছাড়া টস জিতেও বোলিং নেওয়া এবং দলের বোলারদের নিয়ে কথা বলেছেন মুশফিক। সব মিলিয়ে মুশফিকের ওপর চটেছেন বিসিবি সভাপতি। সোমবার এ বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘ও যেসব মন্তব্য করছে সেটা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে। টস নিয়ে কোনও অধিনায়ক সংবাদ মাধ্যমে এ ধরনের কথা বলতে পারে না। এটা দলের জন্য ভাল হচ্ছে না।’
বাংলাদেশ দলের লড়াইয়ের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন বিসিবি। বলছেন, ‘বাংলাদেশের বডি ল্যাংগুয়েজ দেখে মনে হয়নি তারা জেতার জন্য মাঠে নেমেছে। এগুলো মুশফিকের ব্যক্তিগত ব্যাপার। হয়তো তার কোনও অস্বস্তি বা সমস্যা আছে। সেটা হতে পারে কোচের সাথে, হতে পারে টিম ম্যানেজম্যান্টের সাথে। দেশে আসার পর সমস্যার সমাধান হবে।’
মুশফিকের দাবি কোচের চাওয়াতেই সীমানার কাছে ফিল্ডিং করেছেন তিনি। কিন্তু বিসিবি সভাপতি বলছেন অন্য রকম। মুশিফক নিজের ইচ্ছাতেই নাকি সীমানার কাছে ফিল্ডিং করেছেন। মুশফিকের অধিনায়কত্ব ও ফিল্ডিং করার ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘তার অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ার বা সরিয়ে দেয়ার কোনওে সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। আর সে কোথায় ফিল্ডিং করবে সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ছিল না। সিদ্ধান্তটি ছিল তার ব্যক্তিগত। কেউ চাপিয়ে দেয়নি।’
No comments