পর্নস্টার উপাধি পেলেন শাহরুখ কন্যা সুহানা! কিন্তু কেন?


ফাতিমা সানা শেখ, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ, করিনা কাপুরের পর এবার নেটিজেনদের একাংশের শ্লেষের মুখে পড়লেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।সম্প্রতি শাহরুখ কন্যা সুহানা খানের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল সাইটে। ওই ছবিতে নীল বিকিনিতে দেখা মেলে সুহানার।

আর শাহরুখ কন্যার বিকিনি বসলে পুল পার্টির ওই ছবি সামনে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়। আর এরপরই সুহানাকে নিয়ে জল্পনা শুরু হয়। নেটিজেনদের একাংশ সুহানাকে নিয়ে তোলপাড় শুরু করে। আর এবার তো সেই সমালোচনা মাত্রা ছাড়াল। বন্ধুর সঙ্গে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন সুহানা।

শাহরুখ কন্যার ওই ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। অশ্লীল ভাষায় আক্রমণের পাশাপাশি সুহানাকে ‘ভবিষ্যতের মিয়া খলিফা’ বলেও করা হয় কটাক্ষ। এমনকী, আরও ‘ক্লিভেজ’ প্রকাশ্যে আনুন বলেও অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় সুহানাকে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি শাহরুখ খান।

No comments

Powered by Blogger.