এবার মামলার মুখে পড়তে যাচ্ছেন সিনহা
সাম্প্রতিক সময়ে বিতর্কের তুঙ্গে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে এবার মামলা করতে যাচ্ছেন অবসর প্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সোমবার (১৬ অক্টোবর) দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্যই জানান তিনি। তার অভিযোগ, সুরেন্দ্র কুমার সিনহা ক্ষমতার অপব্যবহার করে তার (শামসুদ্দিন চৌধুরী) পেনশন ছয় মাস আটকে দিয়েছিল।
সাক্ষাৎকারে বলা হয়, বিচারপতি সিনহা শামসুদ্দিন চৌধুরী মানিকের অবসর ভাতা ছয় মাস আটকে রেখেছিলেন। এতে আমি ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হন সাবেক এই বিচারপতি। যে কারণে শিগগির নথিপত্র সংগ্রহ করে তার (সুরেন্দ্র কুমার সিনহা) বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে ক্ষতিপূরণ মামলা করতে যাচ্ছেন তিনি।
এর আগে ১৫ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ উঠেছে, তার অনুসন্ধান হবে এবং তা দুদকের মাধ্যমে করা হবে বলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যেসব অভিযোগ তোলা হয়েছে, তার প্রায় সবগুলোই দুর্নীতি দমন কমিশনের আওতায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন, কে এটার অনুসন্ধান করবে। এ বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত তার দায়িত্বে ফেরার সুযোগ নেই।’
No comments