সন্তান হতে পারে নারীদের সাবেক প্রেমিকের অবয়বে


ছেলেটি আপনার নিজের হলেও সে দেখতে হতে পারে হুবহু আপনার স্ত্রীর প্রাক্তন প্রেমিকের চেহারার। এমনটাই দাবি করেছেন, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষণায় বলা হয়েছে, যদি কোনও নারী বিয়ের আগে অন্য পুরুষের সঙ্গে সহবাস করে থাকেন, তবে তার সন্তানকে তার স্বামীর মত দেখতে হতেও পারে, আবার নাও হতে পারে।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন, একজন নারী প্রথম যখন কোনও পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তখন নারীর অপরিপক্ক ডিম্বাণু শুক্রাণুর কিছু অণুকে নিজে থেকেই অবশোষিত করে নেয়। যার প্রভাব পরবর্তি ক্ষেত্রে দেখা যায়। রিপোর্টে দেখা গেছে, যখন সেই নারীই অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়ে সন্তানের জন্ম দেন তখন প্রাক্তন প্রেমিকের শুক্রাণু গর্ভজাত সন্তানের রঙ-রূপ বদলে দিতে পারে। এমনও হতে পারে যে নবজাতক শিশুর চেহারা মহিলার প্রাক্তন প্রেমিকের সঙ্গে হুবহু মিলে যেতে পারে।

No comments

Powered by Blogger.