'অজ্ঞান করে আমাকে ধর্ষণ করেছে হলিউডের বড় মাপের নির্মাতা'


হলিউডের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যেসব চলচ্চিত্র অভিনেত্রী ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এশিয়া আর্জেন্টিও তাদের একজন। ইতালির ৪২ বছর বয়সী এ অভিনেত্রী-নির্মাতা এবার হলিউডের প্রভাবশালী এক পরিচালকের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এনেছেন

ধর্ষণের এই ঘটনাটি ঘটেছে ১৬ বছর আগে। গতকাল সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে এশিয়া আর্জেন্টিও প্রথমবারের মতো তিক্ত অভিজ্ঞতার বিষয়টি প্রকাশ করেন। ধর্ষণের ঘটনাটি বর্ণনা করলেও সেই পরিচালকের নাম প্রকাশ করেননি এশিয়া আর্জেন্টিও। তবে সেই নির্মাতা আক্রমণাত্মক ও উদ্ধত আচরণের অধিকারী ছিলেন বলে জানান এশিয়া আর্জেন্টিও।

টুইটারে এশিয়া আর্জেন্টিও লিখেছেন, 'হলিউডের বড় মাপের একজন নির্মাতা আমাকে ড্রাগ দিয়ে অচেতন করে ধর্ষণ করেছিলেন। আমার বয়স তখন ২৬। ' সূত্র : হিন্দুস্থান টাইমস

No comments

Powered by Blogger.