সালমানের রেস-থ্রি ফিরিয়ে দিলেন অমিতাভ


নানা কারণে এরই মধ্যে আলোচনায় রেস-থ্রি সিনেমাটি। এতে সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজের নাম চূড়ান্ত করেছেন নির্মাতারা। এছাড়া এতে ডেইজি শাহ ও ইমরান হাশমিও থাকছেন বলে জানা যায়। খুব শিগগির শুরু হবে সিনেমাটির শুটিং।


এদিকে শোনা যায়, রেস-থ্রি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রয় কাপুর। এবার এ তালিকায় যুক্ত হলো অমিতাভ বচ্চনের নাম। সালমানের রেস-থ্রি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিগ বি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘বিগ বি ইতোমধ্যে ঝুন্ড সিনেমার জন্য তার অক্টোবর ও নভেম্বরের শিডিউল দিয়ে দিয়েছেন। রেস-থ্রি টিমও একই সময়ে সিনেমার শুটিং শুরু করতে চাইছেন। দুই সিনেমার সময় একই হওয়ায় অমিতাভকে একটি বেছে নিতে হয়েছে। যেহেতু তিনি আগেই ঝুন্ড সিনেমার জন্য শিডিউল দিয়ে দিয়েছেন, তাই বিনয়ের সঙ্গে রেস-থ্রির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।’


২০০৮ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা রেস। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। সিনেমা দুটি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। তবে রেস-থ্রি নির্মাণ করবেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা। সিনেমাটি প্রযোজনা করছেন রমেশ তাওরানি।

No comments

Powered by Blogger.