৫০ বছর বয়সেও খেলতে চান হগ!


বয়স এরই মধ্যে ৪৬ হয়ে গেছে। এই বয়সে বেশির ভাগ ক্রিকেটারই অবসর নিয়ে নেন। কিন্তু ব্র্যাড হগের ভাবনায় সেটি থাকলে তো! অস্ট্রেলিয়ান এই বাঁহাতি চায়নাম্যান বোলার খেলে যেতে চান ৫০ বছর বয়স পর্যন্ত।


সম্প্রতি বিগ ব্যাশের সপ্তম আসরের জন্য মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছেন হগ। গত মৌসুমের আগে তাকে ছেড়ে দিয়েছিল পার্থ স্কোচার্স। তবে মেলবোর্ন তার সঙ্গে ২০১৬-১৭ মৌসুমের জন্য চুক্তি করে। সেবার দলের আটটি ম্যাচই খেলেন তিনি। ৭.২ ইকোনোমিতে উইকেট নেন ৮টি।


ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে হগ বলেছেন, ‘দেখ মেলবোর্ন, আমি ফিরে এসেছি। গত বিবিএল মৌসুমটা আমার ভালো কেটেছে এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগুন জ্বলছে।’


হগ বর্তমানে ধারাভাষ্যের কাজে ভারতে আছেন। ধারাভাষ্যের পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে স্বাগতিকদের ব্রডকাস্টারে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তবে নিজেকে তিনি মাঠেই বেশি ‘সুখি’ অনুভব করেন। তাই তো ৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানালেন।


‘আমি শুধুই খেলতে চাই। আমি জানি না কে, কোথায় আমাকে চায়। যতদূর সম্ভব আমি বল করে যাব ও উপভোগ করব। আমি ৫০ বছরেও খেলতে চাই। বিগ ব্যাশে আমার ক্যারিয়ার শেষ করতে চাই আমি’- বলেন হগ।

No comments

Powered by Blogger.