পেপালের ‘জুম’ সার্ভিস উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়


ইন্টারনেটভিত্তিক বিশ্বের বৃহত্তম পেমেন্ট কোম্পানি পেপালের ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস ‘জুম’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

১৯ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেপালের এই সেবার উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের নীতির কারণে এ দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর পরিমান নির্দিষ্ট। তবে ভবিষ্যতে দেশের অর্থনীতি আরও ভালো অবস্থানে গেলে এ সুযোগ আরও উন্মুক্ত করা হবে। জুম সেবা চালু হওয়ার ফলে এখন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যেকোনো পরিমাণ অর্থ পাঠানো যাবে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। 

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প’ কর্তৃক সারাদেশে পরিচালিত ‘প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং’ এর ২০০০ প্রশিক্ষণার্থী অংশ নেন।

উল্লেখ্য, বিশ্বের ২০৩ টি দেশে পেপালের সেবা চালু রয়েছে। এর মধ্যে ২৯টি দেশে পেপালের পূর্ণাঙ্গ সেবা চালু রয়েছে এবং ১০৩ টি দেশে শুধু ইনবাউন্ড সেবা চালু রয়েছে।

দেশে ৯ টি ব্যাংক পেপালের জুম সার্ভিস সেবা প্রাথমিকভাবে চালু হচ্ছে। 

No comments

Powered by Blogger.