মেয়ের ইচ্ছাতে হাসপাতালেই বাবা-মায়ের বিয়ে

সন্তানের মুখের দিকে তাকিয়ে পৃথিবীর সব কিছুই যেন উজাড় করে দিতে পারেন বাবা-মা। ছোট্ট চার বছর বয়সী সোনামনিটা ইতোমধ্যে সবাইকে বলে রেখেছে, সে তার বাবা–মায়ের বিয়েতে ফুলের মত করে সাজবে। কিন্তু এরই মধ্যে ডাক্তার জানিয়ে দিয়েছেন, খুব অল্প দিনের মধ্যেই প্রাণ হারাতে যাচ্ছে শিশুটি। হয়তো বড়জোর কয়েক সপ্তাহ বেঁচে থাকবে এই ফুলের মত শিশু।

হাসপাতালের বিয়েতে ক্যান্সারে আক্রান্ত চার বছর বয়সী শিশু। ছবি: সংগৃহীত।
কন্যার মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণের জন্যই ঠিক এক দিনের মধ্যে বিয়ের প্রস্তুতি নিয়ে নেন সেই বাবা-মা। তাদের ফুটফুটে কন্যার খুব ইচ্ছে ছিল সে তার অবিবাহিত বাবা মায়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিবে। অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল এই শিশুটি, আর সেই হাসপাতালেই বিয়ের যাবতীয় সাজসজ্জার মধ্যদিয়েই বিয়ে করেন ঐ শিশুর বাবা-মা। এতোটুকু বয়সেই তাদের কন্যা আক্রান্ত হয় ব্রেইন টিউমারে, অবশেষে সেই টুউমারই রূপ নেয় ভয়াবহ ক্যান্সারে।
সূত্র: ডেইলি মেইল।
No comments