প্রেক্ষাগৃহে আবার আসছেন শাবনূর!


আবার প্রেক্ষাগৃহে দেখা যাবে জনপ্রিয় চিত্র নায়িকা শাবনূরকে। চার বছর পর আগামী শুক্রবার (১২ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘পাগল মানুষ’। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির বর্তমান পরিচালক বদিউল আলম খোকন।

অনেক দিন পর নিজের নতুন ছবি মুক্তির পাওয়ার খবর শুনে দারুণ খুশি হয়েছেন শাবনূর। তিনি বলেছেন, ‘এম এ মান্নান আমার পছন্দের পরিচালক। তাঁর সঙ্গে অনেক ছবি করেছি। ছবিটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে শুনে ভালো লাগছে।’

উল্লেখ্য, ‘পাগল মানুষ’ ছবিতে ২০১১ সালের অক্টোবর মাসে শাবনূর চুক্তিবদ্ধ হন। ছবির শুটিং শুরু হওয়ার পর ২০১২ সালের ২৯ ডিসেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান পরিচালক এম এ মান্নান। পরে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। এরপর ২০১৬ সালে ছবির কাজ শেষ করেন পরিচালক বদিউল আলম খোকন।

তিনি বলেন, ‘এটি আমার ওস্তাদের শেষ কাজ। শুটিংয়ের সময় তিনি মারা যান। ছবিটা শেষ করা আমার দায়িত্ব ছিল। এবার মুক্তি দিতে পারলে শান্তি পাব। ছবিতে পরিচালক হিসেবে ওস্তাদের নামই যাবে।’

‘পাগল মানুষ’ ছবিতে শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন শাহেন খান। শাবনূরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’। ছবিটি মুক্তি পায় ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর।

No comments

Powered by Blogger.