সিদ্ধান্ত বদলালেন অপু!


শোবিজ ভূবনের বর্তমান সময়ের এক আলোচিত নাম অপু বিশ্বাস। বেশ কিছু দিন আগে জনপ্রিয় এ নায়িকা সিদ্ধান্ত নিয়েছিলেন চলচ্চিত্র না করার তবে এবার সিধান্ত বদলালেন তিনি।

আগামী মার্চ মাস থেকে ‘কাঙ্গাল’ ছবির শুটিং শুরু করবেন অপু।

ফের চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে অপু বিশ্বাস বিডি২৪লাইভকে বলেন, ‘আগামী মার্চ থেকে আমি ছবির শুটিং শুরু করব। এরই মধ্যে আমি নিজেকে তৈরি করছি। আমি দুটি ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু বিশেষ কারণে আমি একটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ‘কানাগলি’ ছবিটির জন্য আমি পরিচালককে ডেট দিয়েছি। আর ‘কাঙ্গাল’ ছবিটি করতে পারব কি না, তা পরে জানাব।’

অপু আরো বলেন, ‘আমি এখন পুরো সময়টা সন্তান ও নিজেকে দিচ্ছি। নিয়মিত জিম করছি, যেহেতু আমার সন্তান হওয়ার কারণে একটু মুটিয়ে গেছি, তাই আমার একটু বেশিই পরিশ্রম করতে হচ্ছে। তবে আমি এর আগেও ব্যায়াম করে নিজেকে তৈরি করেছিলাম। আশা করি, এখনো তা করতে পারব।’

‘কানাগলি’ ছবির পরিচাললনা করবেন রবিন খান। ছবিতে অপু বিশ্বাসরে সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী।

No comments

Powered by Blogger.