তাবলিগ নেতা সাদকে প্রতিহত করতে বিমানবন্দর এলাকা অচল


তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার তাবলিগ জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বাংলাদেশে আগমন ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ চলছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিমানবন্দরের সামনের সড়ক অবরোধর করে তাবলিগ জামায়াতের একদল কর্মীরা বিক্ষোভ করছেন।

আশপাশের এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল এসে বিমানবন্দর চত্ত্বরে জড় হয়। বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা মিছিল নিয়ে সমাবেশে আসছেন। সমাবেশ ঘিরে রেখেছে পুলিশ। পুরো এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

সেখানে এখন সমাবেশ চলছে। সমাবেশে বক্তব্য দেন বাবুচ্ছালাম মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমান। তিনি বলেন, মাওলানা মোহাম্মদ সাদ তাবলিগ বিরোধী। তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না।

বিমানবন্দর থানার ওসি নূর এ আজম জানান, মাওলানা সাদের ঢাকা পৌঁছানোর কথা বুধবার দুপুরের পর। তার আসার প্রতিবাদে তাবলিগ জামাতের একটি অংশ সকাল ৯টার পর থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরা হেফাজতের লোকজনও হতে পারে। মাওলানা সাদের আসা নিয়ে তাবলিগ জামাতে দুটি গ্রুপ হয়েছে। একটি গ্রুপ তার আসার বিরোধিতা করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

বিশ্বজুড়ে তাবলিগ জামাতের মারকাজ হিসেবে পরিচিত দিল্লির নিজামুদ্দিন। ওই মারকাজের প্রধান মুরুব্বিদের একজন মওলানা সা'দ। তার কিছু বক্তব্যে বছরজুড়েই কওমিপন্থিরা ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশে তাবলিগে ফয়সালের মধ্যে মওলানা মুহম্মদ জুবায়ের, মওলানা রবিউল হক, মওলানা ওমর ফারুক মওলানা সা'দের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে উত্তরা ট্রাফিক জোনের একজন সহকারী কমিশনার বলেন, ‘বিশ্ব ইজতেমায় দিল্লির মওলানা সাদের আগমন ঠেকাতে তবলিগ জামাতের সমর্থকরা বিক্ষোভ করছে। তাদেরকে সরানোর দায়িত্ব আমাদের না। এটা পুলিশের অপরাধ বিভাগ করবে।’

এদিকে পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে আছেন। একাধিকবার ফোন দেয়া হলেও এ বিষয়ে কারও বক্তব্য পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.