বাংলাদেশে প্রতিদিন কোথাও না কোথাও মানবাধিকার লংঘিত হচ্ছে। সমাজের প্রতিটি স্তরে দুর্বলরা আরো নির্যাতনের স্বীকার হয়ে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে। সামাজিক ভাবে অনেক সময় নির্যাতিতদের পক্ষে বিচ্ছিন্নভাবে অনেককেই দাঁড়াতে দেখা যায়। কিন্তু এই প্রথম বাংলাদেশে প্রতিষ্ঠিত করপোরেট ল’ ফার্মকে দেখা গেলো সরাসরি বিনামূল্যে আইনি সহায়তা দেয়ার জন্য এগিয়ে আসতে।
আমরা অনেকেই জানি যে শেখ সালাহ্উদ্দিন অ্যান্ড এসোসিয়েটস বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ও আন্তর্জাতিক সুনাম সম্পন্ন আইনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অভিজ্ঞ অ্যাডভোকেট, ব্যারিস্টার ও সাবেক বিচারকদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানটি আইন পেশায় ওয়ান স্টপ সার্ভিস প্রদান করে আসছে। দেশি বিদেশি বিভিন্ন মামলা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সাফল্য ও কর্ম দক্ষতা সুধীজনের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।
Writ, Civil, Criminal, Company, Bank, Tax, ADR, Mortgage, Power of Attorney, Vetting ইত্যাদি আইনি জটিল বিষয়ে মামলা মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে ফার্মটির রয়েছে বিশেষ সুনাম। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সাধারণ মানুষদের আইনি সহায়তা দিয়েও সমান্তরালে এগিয়ে যাচ্ছে।
আমরা অনেকেই মনে করি করপোরেট ল’ ফার্মগুলো প্রতিষ্ঠিত হয়েছে মূলত বড় বড় ব্যবসায়ী ও করপোরেট হাউজগুলোকে মোটা পারিশ্রমিকের বিনিময়ে আইনগত সার্ভিস প্রদান করতে। শেখ সালাহ্উদ্দিন অ্যান্ড এসোসিয়েটস ঠিক তেমনি আইনজীবীদের নিয়ে গঠিত প্রতিষ্ঠান হলেও তারা অসহায় নিপীড়িত, সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষদের সরাসরি পাশে দাঁড়ানোর একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। চালু করেছে ফ্রি লিগ্যাল এইড সার্ভিস ।
বিষয় গুলো জানতে চাইলে ফার্মের কর্ণধার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানী, ট্যাক্স ও অভিবাসন আইন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আলহাজ্ব শেখ সালাহ্উদ্দিন আহমেদ বলেন, আমার ফার্মের পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রকৃত গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত, নির্যাতিত, আইন দ্বারা উপেক্ষিত সাধারণ মানুষদের বিনা মূল্যে শুধুমাত্র পরামর্শ নয় পুরো আইনি সহায়তা প্রদান করা হবে।
এই বিষয়ে আমি আমার অধীনস্ত সকল অ্যাডভোকেট, ব্যারিস্টার, এটর্নি ও আইন পরামর্শকদের পক্ষ থেকে এই নিশ্চয়তা প্রদান করছি। বিষয়টি নিম্ন আদালতের বিষয় হোক আর সর্বোচ্চ আদালতের এখতিয়ার সম্পন্ন হোক, নির্যাতিত মানুষটি বাংলাদেশের প্রচলিত আইনে প্রাপ্য প্রতিকার না পাওয়া পর্যন্ত আমি এবং এসোসিয়েটস তার পাশে থাকবো।
শেখ সালাহ্উদ্দিন অ্যান্ড এসোসিয়েটস এর সিনিয়র পার্টনার ও হেড অফ চেম্বার আলহাজ্ব শেখ সালাহ্উদ্দিন আহমেদ শুধুমাত্র একজন খ্যাতিমান আইনজীবী নয়। সমাজ সচেতন ব্যক্তি হিসেবে তাকে বিভিন্ন টিভি আলোচনার অনুষ্ঠানে সমসাময়িক ভাবনা. রাজনৈতিক, অর্থনীতি, সামাজিক অন্যায় অত্যাচার, ন্যায়বিচার, মানবাধিকার ইত্যাদি বিষয়ে সোচ্চার ভূমিকা রাখতে দেখা যায়।
প্রাথমিক আইনি সহায়তা:
আইনগত সহায়তা হলো আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পাওয়ার ক্ষেত্রে অসমর্থ বিচার প্রার্থীকে-
• কোন আদালতে দায়ের যোগ্য, দায়ের হয়েছে বা বিচার চলছে এমন মামলায় আইনি পরামর্শ ও সহায়তা প্রদান;
• আইনজীবীর ফিস বা মামলার প্রাসঙ্গিক খরচ প্রদান;
• নিযুক্ত সালিশকারীকে সম্মানী প্রদান;
• মামলার প্রাসঙ্গিক খরচ প্রদানসহ অন্য যেকোনো সহায়তা প্রদান;
কারা সহায়তা পাবার যোগ্য বলে বিবেচিত হবে:
• আর্থিকভাবে অসচ্ছল যেকোনো ব্যক্তি যাহার বার্ষিক গড় আয় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার উর্ধ্বে নয়;
• কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ৭৫,০০০ টাকার উর্ধ্বে আয় করিতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা;
• বয়স্ক ভাতা পাইতেছেন এমন কোন ব্যক্তি;
• ভি জি ডি কার্ডধারী দুঃস্থ মাতা;
• পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু;
• দুর্বৃত্ত দ্বারা এসিড দগ্ধ নারী বা শিশু;
• আদর্শ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দ প্রাপক কোন ব্যক্তি;
• অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা এবং দুঃস্থ মহিলা;
• উপার্জনে অক্ষম এবং সহায় সম্বলহীন প্রতিবন্ধী;
• আর্থিক অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করিতে অসমর্থ ব্যক্তি;
• বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থন করার যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল;
• আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলিয়া বিবেচিত ব্যক্তি;
• জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলিয়া সুপারিশকৃত বা বিবেচিত কোন ব্যক্তি;
No comments