খ্রিষ্টধর্ম অবমাননায় সাজা হলো কুরআন মুখস্ত করা!
খ্রিস্টান ধর্মকে অবমাননা করার সাজা হিসেবে লেবাননের একটি আদালত কুরআন মুখস্তের নির্দেশ দিয়েছে। খবরঃ আল-আরাবিয়া
লেবাননের এক বিচারক গত সপ্তাহে এ রায় দেন। দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি এক টুইট বার্তায় বিচারকের এই রায়কে স্বাগত জানিয়েছেন।
এমন অদ্ভুত রায় দেয়া ওই বিচারকের নাম জোসেলিন মাত্তা। তিনি বলেন, “এই রায় মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে আন্তরিকতার শিক্ষা দিবে।”
তিন মুসলমান যুবককে মরিয়ম আ. ও ঈসা আ. কে প্রশংসা করে সুরা আল-ইমরানে যে আয়াতগুলো রয়েছে সেগুলো মুখস্থ করার আদেশ দেন জোসেলিন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক মাত্তা বলেন, “ইসলামে সহনশীলতা ও মরিয়ম আ. এর প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া হয়েছে।”
বিচারক রায়ে মনে করিয়ে দেন, আইন হলো একটি শিক্ষাকেন্দ্র, এটি শুধুমাত্র কারাগারে বন্দি করাকেই বোঝায় না। এর মাধ্যমে মানুষকে উত্তমটা শেখানো হবে।
Collected News : poriborton.com
No comments