সব কর্মসূচি পালন করতে অনুমতি নিতে হবে কেন?
সব কর্মসূচি পালন করতে অনুমতি নিতে হবে কেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাধা ও ধরপাকড়ের পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই কর্মসূচি পালন করতে অনুমতি লাগবে কেন?। সব কর্মসূচিতে আমাদের অনুমতি নিতে হবে কেন। আমরা একটা গণতান্ত্রিক কর্মসূচি করতে অনুমতি নিতে হবে, আমরা তো রাস্তা বন্ধ করেনি। ১৪৪ ধারা ভঙ্গ করিনি। আমরা কোন মিছিল করেনি। পুলিশের নিয়মের মধ্যে আছে অনুমতি না নিয়ে সভা সমাবেশ করা যাবে না। কিন্তু আমার তো সেই রকম কিছু করিনি। ফুটপাতে দাড়িয়ে আমি একটা প্রতিবাদ করতে পারবো না কালো পতাকা দেখিয়ে, এটা তো মৌলিক ব্যাপার। এটা তো আমার ফান্ডামেন্টাল অধিকার। তাহলে কি আমাদের সংবাদ সম্মেলন করতে অনুমতি লাগবে। আমার বাড়িতে ৫ জন নেতার সঙ্গে কথা বলতে অনুমতি লাগবে?।
মির্জা ফখরুল বলেন, আইনের শাসন ও আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। তাই গণতন্ত্রের দাবিতে বিরোধী দলের আওয়াজ শুনলেই উত্তেজিত বাতিকগ্রস্তদের ন্যায় আদিম উল্লাসে সরকারী বাহিনী গণতান্ত্রিক শক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে।
সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে প্রজাতন্ত্রের ক্ষমতার মালিক আওয়ামী লীগ ও তাদের সাজানো আইনশৃঙ্খলা বাহিনী।
Collected News : bd24live.com
No comments