বাবার কোন গুণ-দোষ বহন করছেন আপনি, জানাচ্ছে বিজ্ঞান


বিজ্ঞানীদের মতে, মায়ের থেকে বাবার জিনই অধিক প্রকট হয় সন্তানের মধ্যে। পিতার বেশ কিছু গুণ এবং একই সঙ্গে দোষও সন্তানের উপরে বর্তায়।
মনোবিজ্ঞানের ওয়েবসাইট ‘দ্য মাইন্ডস জার্নাল’-এ প্রকাশিত এক নিবন্ধে বিশেষজ্ঞ জানাচ্ছেন, আমাদের বেশ কিছু শারীরিক বৈশিষ্ট্য আর সেই সঙ্গে কিছু অসুখও আমরা আমাদের পৈত্রিক সূত্রে লাভ করি। দেখে নেওয়া যাক তার কয়েকটি।

পিতার হার্ট ঘটিত সমস্যা পুত্রের উপরে বর্তাতে পারে। হৃদরোগী পিতার পুত্রদের মধ্যে ৫০ শতাংশই হৃদরোগের শিকার হন, একথা চিকিৎসকরাই জানান।

সন্তান কতটা লম্বা হবে, তা নির্ধারণ করে পিতৃ-জিন।

বাবার মানসিক স্বাস্থ্যের অনেকটাই সন্তানের উপরে বর্তায়। তবে বিষয়টি অতি জটিল। বাবার মানসিক সমস্যা থাকলে যে ছেলে বা মেয়েরও তা হবেই এবং একই ভাবে হবে, তার কোন নিশ্চয়তা নেই।

বাবার যদি দাঁতের সমস্যা থাকে, তবে সন্তানের ক্ষেত্রে তা বর্তাতেই পারে।

সন্তানের চোখের মণির রং বাবা-মা, যে কারো পক্ষ থেকেই বর্তায়। কিন্তু বাবার চোখের মণির রং যদি গাঢ় রংয়ের হয়, তা হলে সন্তানের মণির রংও সেই রংয়ের হওয়ার সম্ভাবনা বেশি।   
সন্তানের চুলের রং, ঘনত্ব ইত্যাদিও বাবার জিনের উপরে। বাবার চুলের রং যদি গাঢ় হয়, তা হলে সন্তানেরও তা হওয়ার সম্ভাবনা বেশি।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.