ওবায়দুল কাদেরের মা আর নেই


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাতা বেগম ফজিলাতুন্নেসা আর নেই। (ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে চিকিৎধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ৪ ছেলে ৬ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু তথ্যটি নশ্চিত করে বলেন, তাঁকে নোয়াখালীর কোম্পানীগন্জে পারিবারিক কবরস্থানের আগামীকাল দাফন করা হবে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রত্নগর্ভা মা বেগম ফজিলাতুন নেছা- এর মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.