পুরুষদের কোন আচরণগুলি বাধা যৌনতায়, মহিলাদের মনের কথা জানেন?


পুরুষেরা বিশেষ মুহূর্তে একটু বেশি আসক্ত হয়ে পরেন। তখন তাঁরা বিছানায় চান তাঁদের আধিপত্য বিস্তার করতে। কিন্তু অনেকক্ষেত্রেই খেয়াল রাখতে ভুলে যান তাঁদের সঙ্গিনী সেটা আদৌ পছন্দ করছেন কিনা। এরকম ঘটনা বার দুয়েক ঘটার পরই মেয়েটির মনেও যৌনতা নামক শব্দটি নিয়ে ভয়ের উদ্রেক হয়, আর সেখান থেকেই তৈরি হয় অনীহা। তাই পুরুষেরা আজই জেনে নিন, আপনাদের কোন সেই আচরণ সমস্যায় ফেলছে আপনার সঙ্গিনীকে। যাতে এরপর আপনাদের অন্তরঙ্গ মুহূর্তে এই ধরনের ভুল আপনি দ্বিতীয়বার না করে বসেন।

১. সহবাসের সময় অনেক পুরুষই তাঁদের অতিরিক্ত প্রেম দেখাতে গিয়ে সঙ্গিনীকে কামড়ে দেন। এটি আস্তে হলে কোনও অসুবিধা নেই। কিন্তু সেই দাগ যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা নারীদের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তাই নারীরা সাধারণত পুরুষের এই ধরনের আচরণে বিরক্তই হন।

২. অনেক সময় দেখা যায় মিলনের সময় পুরুষেরা বিছানায় একছত্র আধিপত্য বিস্তার করেন। মেয়েটি নিজে থেকে কিছু করতে গেলে ছেলেরা তাতে বাধা দেন। কিন্তু একবারও ভাবেন না এতে সঙ্গিনীর খারাপ লাগলেও লাগতে পারে।

৩. মেয়েদের সঙ্গমের সময় আরও একটি অপছন্দের বিষয় হল ছবি তোলা। মহিলারা কখনওই চান না তাঁদের বিশেষ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়ে থাকুক। তাই আপনি যদি এইসব সময় ছবি তুলতে আগ্রহী হন, তবে ছবি তোলার আগে অবশ্যই সঙ্গিনীর অনুমতি নিয়ে নেবেন।

৪. অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বীর্যপাতের পর পুরুষরা সঙ্গিনীর থেকে দূরে সরে যান। কিন্তু মাথায় রাখা উচিত আপনার পাশের মানুষটি কি চাইছেন। কারণ মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, চরম সুখের পরও কিছুক্ষণ তাঁরা তাঁদের পুরুষ সঙ্গীটিকে কাছ ছাড়া করতে চান না।

৫. অনেক পুরুষকেই দেখা যায়, সঙ্গমের আগে ‘পর্ন’ দেখে উত্তেজিত হন। মাথায় রাখবেন সঙ্গিনীর আপনার এই ধরনের মানসিকতা ভাল নাও লাগতে পারে। তাই এই ধরনের কিছু করার আগে তাঁর অনুমতি অবশ্যই নিয়ে নেবেন।

এছাড়াও একটি গুরুত্বপূর্ণ টিপস, যৌন মিলনের শেষ অবস্থায় বীর্যপাতের আগে অবশ্যই সঙ্গিনীকে ইঙ্গিত দিন। এতে কোনওরকম বাড়তি সমস্যা আপনাদের মধ্যে তৈরি হবে না। তাতে আপনারা মিলিতভাবেই আপনাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারবেন।

(তথ্যসূত্র: সংবাদপ্রতিদিন)

No comments

Powered by Blogger.