কান্না ছাড়াই কাটুন পেঁয়াজ


কেঁদে বুক ভাসাতে হলে অনেকের মনে কষ্ট পেতে হয় না। একটি পেঁয়াজ হলেই যথেষ্ট। পেঁয়াজ একটি হোক আর এক গামলা চোখে পানি আসবেই। আর চোখ জ্বালা তো আছেই। এমনেতে বলা হয়ে থাকে যাদের চোখে সমস্যা আছে তাদের পেঁয়াজের ঝাঁঝে চোখ জ্বালা করে না। যাদের চোখ ভালো শুধু তাদেরই চোখ জ্বালা কর। এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক না। তবে কি করলে পেঁয়াজ কাটার সময় আপনার চোখ জ্বালা করবে না সেই উপায় আমরা আপনাকে বলে দিতে পারি। আসুন তাহলে জেনে নেই কি করলে পেঁয়াজ কাটার সমস্য চোখে জ্বালা করবে না।

পেঁয়াজের গোড়ায় থাকে এক প্রকারের একজাইম। যখন পেঁয়াজের এই গোড়ায় আঘাত লাগে অর্থাৎ কাটা হয়, তখন এই এনজাইম নিঃসৃত হয়। সেই এনজাইম পুরো পেঁয়াজের সাথে বিক্রিয়া করে একরকম গ্যাস নির্গত হয়। এই গ্যাস যখন আমাদের চোখের পানির সংস্পর্শে আসে, তখন আপনার চোখ জ্বলতে শুরু করে এবং চোখে পানি আসে।

প্রথমেই পেঁয়াজের গোড়ার অংশটি অর্থাৎ যেখানে মূল থাকে ভালো করে ফেলে দিন। সেই সাথে পেঁয়াজের উপরের আস্তরটিও ফেলে দিন। কেননা বেশির ভাগ এনজাইম থাকে এই গোড়ায় ও ওপরের আস্তরে।

পেঁয়াজ কুচি করতে চাইলে ছিলে টুকরো করে পানিতে ভিজিয়ে রাখুন। বেশ খানিকটা সময় পর পানি বদলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাটুন, চোখ জ্বলবে না।

ঠাণ্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারলে আরো ভালো হবে। পানিতে নিঃসৃত হয়ে এনজাইম ধুয়ে যাবে, ফলে চোখ জ্বলবে না।

পেঁয়াজ ছিলে নিয়ে আধ ঘণ্টার মতোন ফ্রিজে রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করুন বা কুচি করুন। ঠাণ্ডায় পেঁয়াজের এনজাইম নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে চোখ জ্বলার সম্ভাবনা কমে যায়।

চপিং বোর্ডে ভিনেগার মাখিয়ে নিয়ে তারপর পেঁয়াজে কাটুন। ভিনেগারের এসিড এনজাইমকে নিষ্ক্রিয় করে দেবে। এনজাইম নিষ্ক্রিয় হয়ে গেলে গ্যাসও নির্গত হবে না, চোখও জ্বলবে না।

পেঁয়াজ কাটার সময়ে একটি মোমবাতি বা চুলা জ্বালিয়ে রাখতে পারেন কাছে। এতে নির্গত গ্যাস আপনার চোখের পানির সাথে বিক্রিয়া করার আগেই আগুনের শিখা তাকে আকর্ষণ করবে।

পেঁয়াজ কাটার সময় জোরে ফ্যান ছেড়ে নিন। তাতে গ্যাস আপনার চোখ পর্যন্ত নির্বিঘ্নে পৌছাতে পারবে না। (তবে ফ্যান ছেড়ে দিলে সারা বাড়িতে পেঁয়াজের গ্যাস ও গন্ধ ছড়িয়ে যাবে)

পেঁয়াজ লবণ পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রেখে কাটুন। লবণ পানি নিষ্ক্রিয় করে ফেলবে এনজাইমকে, তাই আর চোখে জ্বলা করবে না।

পেঁয়াজ কাটার সময় মুখ দিয়ে নিঃশ্বাস নিন নাকের বদলে। এতেও চোখে পানি আসা ও জ্বলুনি অনেকটাই কমবে।

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.