ক্যাটরিনার জন্য সংলাপ বদলে ফেললেন শাহরুখ


ক-ক-ক…কিরণ… এ সংলাপ মানেই ‘ডর’। এ সংলাপ মানেই শাহরুখ খানের সেই স্টকার মূর্তি। আজ এতবছর পরেও যে সংলাপ ভুলতে পারেন না হিন্দি সিনেমার দর্শকরা। তবে এবার নিজের আইকনিক সংলাপে সামান্য বদল আনলেন খোদ কিং খান। তাও আবার ক্যাটরিনা কাইফের জন্য। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

ব্যাপারখানা কী? ‘জিরো’ ছবির শুটিংয়ে ক্যাটরিনার সঙ্গে দেদার খুনসুঁটিতে মেতেছেন বলিউড বাদশা। দিন কয়েক আগেই ক্যাটরিনাকে নিজের মিডিয়া ম্যানেজার হিসেবে ঘোষণা করেছেন। আর এবার ক্যাটরিনার ছবির সামনে দাঁড়িয়ে নিজেরই বিখ্যাত ছবির ঢঙে পোজ দিলেন। হাতে ধরলেন আইসক্রিম। বলিউডের দর্শক মাত্রেরই মনে পড়ে যাবে ‘ডর’ ছবির কথা। যেখানে জুহি চাওলার ছবির সামনেও এভাবে আইসক্রিম হাতে দাঁড়িয়েছিলেন শাহরুখ। ছবিতে ছিল সেই সংলাপ। তোতলামি করে কিরণ ডাকার সেই ভঙ্গি এখন শাহরুখের পরিচিতি হয়ে গেছে বলা যায়। বাকি বহু ছবিতে তিনি না তোতলালেও, ওই একটি সংলাপ এমন আইকনিক যে, বাদশার পরিচয় দিতে গেলে সকলে তোতলামিকেই সামনে নিয়ে আসেন।

পরে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিল, সকলে যেভাবে নকল করে তিনি সেভাবে বলেননি। এখন বাকিদের নকল শুনতে শুনতে তিনি তিতিবিরক্ত হয়ে ওঠেন। এমনকী তার ছেলেও এ নিয়ে তাকে মশকরা করতে ছাড়ে না। সেটে নায়িকার সঙ্গে খুনসুঁটি করতে গিয়ে নিজের সেই আইকনিক পোজ ও সংলাপের কাছেই ফিরিছেন শাহরুখ। তবে একটু বদলে দিয়েছেন। কিরণের জায়গায় বসিয়েছেন ক্যাটরিনাকে।

অন্যদিকে ক্যাটরিনাও কম যান না। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কোনও একটা বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন নায়ক নায়িকা। তবে ছবির ক্যাপশনে লেখা, আইসক্রিম খাওয়ার আগের অভিব্যক্তি। এদিকে শাহরুখ বলেন, ক্যাটরিনা আইসক্রিম খান না। দেখেশুনে ফ্যানরা বলছেন, খুনসুঁটি বেশ ভালই জমেছে। তাদের একটাই প্রশ্ন, সালমান সব দেখছেন তো!

No comments

Powered by Blogger.