এসএসসির ফল প্রকাশ ২৮ অথবা ৩০ এপ্রিল


আগামী ২৮ অথবা ৩০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ দুই দিনের যেকোনো একদিন ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হবে।

রবিবার (৪ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে সভায় ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা সচিব মো: শাহেদুল খবির সভাপতিত্ব করেন।

এ সভায় দেশের সকল বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

একটি সূত্রে জানা যায়, আগামী ২৮ অথবা ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এই দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দিবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে শাহেদুল খবির গণমাধ্যমকে বলেন, আন্তঃশিক্ষাবোর্ডের নিয়মিত সভায় আজকে এসএসসি ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। সেখানে ২৮ অথবা ৩০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে এ সময় নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবনা টা আমরা শিক্ষামন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবে। সেখান থেকে ফলাফলের দিনটি নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। ২৫ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এ বছর এসএসসি পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রী ১০ লাখ আট হাজার ৬৮৭ জন। এবার ১০টি বোর্ডের ৩ হাজার ৪১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.