মেয়েদের সম্পর্কে এই তিনটি জিনিস না জানলে, আপনি কিছুই জানেন না


আপনি পুরুষ নাকি মহিলা? যেটাই হন, মেয়েদের সম্পর্কে এই তিনটে তথ্য না জানলে, আপনি মেয়েদের বুঝবেন কীভাবে! এখন প্রশ্ন হল কোন তিনটে জিনিস, তাই তো? শুনলে আপনারও হাসিই পাবে। কিন্তু মাথায় রাখুন, এই তিনটে তথ্যই দিয়েছেন বিদেশের বিখ্যাত সব গবেষকরা দীর্ঘদিন গবেষণা কিংবা সমীক্ষা চালিয়ে।

তথ্য ১) সমীক্ষা অনুযায়ী সারা জীবনে গড়ে একজন মহিলা ২ থেকে ৩ কিলোগ্রাম লিপস্টিক খায়!

তথ্য ২) একজন মহিলা গড়ে আয়নার দিকে তাকানোর পিছনে সময় ব্যয় করে বছরে ১২০ ঘণ্টা!

তথ্য ৩) একজন মহিলা জীবনের আস্ত একটা বছর নষ্ট করে কোন পোশাকটা পরবে সেটা ঠিক করতে!

বুঝুন কাণ্ড। আপনার জীবনে যে মহিলা রয়েছেন, তিনিও কি এরকমই? নাকি অন্যরকম? অথবা আপনিই মহিলা। রাগবার বিষয় নয়। গবেষকরাই এমন তথ্য দিচ্ছেন।

Collected News : padmanews24.com

No comments

Powered by Blogger.