“বেস্টফ্রেন্ডের প্রেমিকের সঙ্গে রাত কাটিয়েছি, শারীরিক সম্পর্ক করেছি দু’জনে”
নারীপুরুষের মধ্যে আকর্ষণ থাকা স্বাভাবিক। কিন্তু আপনি নিজের কাছে কতখানি সৎ, তার উপর নির্ভর করে অনেককিছু।
প্রশ্ন :আমার বয়স ২৪। আমার সবচেয়ে কাছের মানুষ আমার এক বান্ধবী। ওকে আমি খুব ভালোবাসি। বলতে পারেন, ওই আমার পরিবার। আমার জীবনের সব কথা ওকে বলি। না বললে শান্তি হয় না। কিন্তু দিন দশেক আগে আমার জীবনে এমন একটি ঘটনা ঘটে, যার পর হয়তো কোনও কিছুই আর ঠিক থাকবে না। আর সেই ঘটনার কথাই আমি আমার বান্ধবীকে বলতে পারছি না। তার উপর বিষয়টা যেহেতু ওর জীবনকে কেন্দ্র করে, আমার বিবেক দংশন হচ্ছে খুব। ওর এক প্রেমিক আছে। দীর্ঘদিনের সম্পর্ক। দশদিন আগে এক কমন ফ্রেন্ডের ঘরোয়া পার্টিতে আমরা তিনজনে একসঙ্গে যাই। আমার বান্ধবী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে পরদিন সকালে অফিস থাকার কারণে। আমরা বাকিরা সেখানেই রাতে থেকে যাই। আর সেই রাতেই আমার সঙ্গে আমার বান্ধবীর প্রেমিকের শারীরিক সম্পর্ক তৈরি হয়। মদ্যপান করার কারণেই হয়তো এমনটা ঘটেছে। পরদিন সকালে দু’জনেরই ব্যাপারটাকে লজ্জাজনক বলে মনে হয়। তারপর থেকে ছেলেটির সঙ্গে আমার আর দেখা হয়নি। কিন্তু আমার বান্ধবীকে আমি এই ঘটনার কথা বলতে পারছি না। ভিতরে ভিতরে অপরাধবোধ কাজ করছে। আমার বান্ধবী ওর প্রেমিককে খুব ভালোবাসে। এমন পরিস্থিতিতে কী করব বুঝতে পারছি না। সব লুকিয়ে যাব? নাকি দোষ স্বীকার করাই শ্রেয়?
(নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক)
উত্তর : নিজের সমস্যার কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ। প্রথমেই বলি, যা ঘটেছে, তা অত্যন্ত অনুচিত। কিন্তু তা হলেও বলি, ভুল মানুষ মাত্রই হয়। নিজের দোষ স্বীকার করলে তার দায়ভার অনেকটা কমে যায়। এক্ষেত্রে যেহেতু আপনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, তাই আমাদের বিশ্বাস নিজের প্রিয় বান্ধবীর কাছেও আপনি সত্যিটা স্বীকার করতে পারবেন।
সবচেয়ে বড় কথা আজ যদি আপনি সত্যি লুকিয়ে রাখেন, পরবর্তীকালে সেই সত্যি আপনার বান্ধবীর সামনে চলে আসবে। তখন অনেক দেরি হয়ে যাবে। নিজের কাছে সৎ থাকার জন্য সত্যিটা স্বীকার করে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
আরও দু’তিনটে কারণে সত্যিটা বান্ধবীকে বলা দরকার। প্রথম, এই সত্য জানার পর বান্ধবী আপনার সঙ্গে ভবিষ্যতে কোনও সম্পর্ক রাখবে কি না, সেটা এখন তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দ্বিতীয়, এক্ষেত্রে সমান দোষি বান্ধবীর প্রেমিকও। বান্ধবী তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে কি না, সেটাও নির্ভর করছে আপনার স্বীকারোক্তির উপর।
এখন হয়তো আপনার মনে হচ্ছে, এই সত্যি শুনে আপনার বান্ধবী আপনাকে ঘৃণা করতে শুরু করবে। এমনটা ভাবাই স্বাভাবিক। কিন্তু হতেও পারে আপনার সততার জন্য সে আপনার দোষ ক্ষমা করে দিল। আপনাদের বন্ধুত্বটা কিন্তু বেঁচে গেলেও যেতে পারে।
(সূত্র: ইনাদুইন্ডিয়া)
No comments