নিজের বাড়ি নেই, দলীয় কার্যালয়ের অতিথি কক্ষে থাকছেন মানিক সরকার


ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার বৃহস্পতিবার 'নতুন বাসা'য় উঠেছেন। এখন তার নতুন ঠিকানা সিপিআই(এম) এর রাজ্য কমিটির অফিস। ২০ বছর ধরে ত্রিপুরা শাসন করেছেন মানিক সরকার।কিন্তু নিজের একটি বাড়ি তার নেই।

মানিক সরকার স্ত্রী পাঞ্চোলি ভট্টাচার্যকে নিয়ে দলীয় কার্যালয়ে উঠেছেন। কার্যালয়ের এক কক্ষের অতিথি রুমে তারা থাকছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সচিব বিজন ধর। 

এর আগে মার্কস-অ্যাঙ্গেল সরনিতে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট সরকারি বাসায় মানিক সরকার থাকতেন। সেখান থেকে তার 'নতুন বাসা'র দূরত্ব  প্রায় ৫০০ মিটার। মানিকের কোনো সন্তান নেই।

দলের এক নেতা জানিয়েছেন, মানিক সরকার বলেছেন দলের কার্যালয়ে যা রান্না হবে তিনি ও তার স্ত্রী তাই খাবেন। সূত্র: এনডিটিভি

No comments

Powered by Blogger.