শাওমির পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ অফার!


২০১৭ সালের নভেম্বরের পুরনো স্মার্টফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফারে নতুন ফোন লুফে নেওয়ার দারুণ পরিষেবা ঘোষণা করছে শাওমি। সেই পরিষেবাই আবার নতুন করে শুরু করেছে শাওমি সংস্থা। এই অফারে আপনার কাছে থাকা পুরনো শাওমি স্মার্টফোনের পরিবর্তে পেয়ে যাবেন ঝকঝকে নতুন শাওমির স্মার্টফোন। কীভাবে নিবেন এই অফার? জেনে নিন এখনি-

শাওমির এই এক্সচেঞ্জ অফার পাওয়ার জন্য প্রথমে লিঙ্কে (https://www.mi.com/in/miexchange/) ক্লিক করুন। এরপর সেখান থেকে শাওমির যে মডেলের স্মার্টফোন আপনি এক্সচেঞ্জ করতে চান, তা সিলেক্ট করে নিন। এবার ওয়েবসাইটের নির্দেশ মেনে স্টেপ বাই স্টেপ সামনের দিয়ে এগোতে থাকুন।

কোন স্মার্টফোন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সেটা শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা ভালো হয়, যদি ফোনটিতে কোনও ড্যামেজ না থাকে, তাহলে তা এক্সচেঞ্জ করতে পারবেন। তবে এক্সচেঞ্জ করার আগে আপনার পুরনো স্মার্টফোনে থাকা সমস্ত স্ক্রিন লক আনলক করে দিতে হবে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.