প্রধান শিক্ষকের ধর্ষণের শিকার স্কুলছাত্রী!


শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। সেখানে শিক্ষক যদি স্কুল ছাত্রীকে ধর্ষণ করেন তাহলে এর থেকে আর নেক্কারজনক কি হতে পারে। তাও যদি এমনটি করেন স্কুলের প্রধান শিক্ষক সেটা আসলেই অত্যন্ত দুঃখজনক।

সম্প্রতি ভারতের হারিয়ানার একটি স্কুলে এমনই এক ঘটনা ঘটেছে।

স্কুলের প্রধান শিক্ষক ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে ধর্ষণ করেছে। প্রধান শিক্ষক পাশ করিয়ে দেয়ার নাম করে তাকে ধর্ষণ করে। এই ধর্ষণের ঘটনায় ইতোমধ্যে চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ভারতের হারিয়ানার সোনিপতের গোহানা এলাকার হাই স্কুলের বোর্ডের পরীক্ষার দিন স্কুলেরই এক রুমে ওই ছাত্রীকে ধর্ষণ করে প্রধান শিক্ষক, আর সে সময় তার জায়গায় পরীক্ষা দেয় আরেক ডামি স্টুডেন্ট। প্রধান শিক্ষক ছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ২ নারীর বিরুদ্ধেও মামলা দায়ের করে পুলিশ।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়েকে পরীক্ষায় পাশ করানোর জন্য ১০ হাজার (ভারতীয় রুপি) টাকা চাওয়া হয়েছিল। তিনি এই টাকা দেওয়ার জন্য রাজিও হয়েছিলেন৷ গত ১৩ মার্চ এই ঘটনা ঘটে।

এ ঘটনার তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত ওই শিক্ষক সহ ৩ জনই পলাতক রয়েছে বলে জানা গেছে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.