'এত ভয় কেন, খেলা হবে মাঠে'


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। যদি আগামী ডিসেম্বরের নির্বাচনে বিএনপি অংশ না নেয় পরবর্তীতে বাটি চালান দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। এত ভয় কেন, খেলা হবে মাঠে। এ নির্বাচনে শেখ হাসিনা আবারো ছক্কা মারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ১৯৭০-এর মতো নির্বাচন। এ নির্বাচন হবে সৎ ও নিরপেক্ষ। এ নির্বাচন হবে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন। নির্বাচনকালীন তিন মাস প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনবে না, প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।

শুক্রবার (২৩ মার্চ) বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের বিরোধ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রমাণ হবে ৭১-এর ঘাতকদের দেশ থাকবে নাকি মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে তার প্রমাণ হবে। দেশে যে উন্নয়ন অগ্রগতি হচ্ছে সবাইকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে ক্ষমতায় আনার মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আগামী ৬ মাস সবাইকে ঘরে-ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে।

মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় জেল হতে মুক্ত হয়ে নির্বাচনী মাঠে ফিরে আসুক আমরাও চাই।

তিনি বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানের বাইরে অন্য কোনো পন্থায় নির্বাচন হবে না। এ নির্বাচনে যারা জয়লাভ করবে আওয়ামী লীগ তা মেনে নেবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। এর আগেও শেখ হাসিনা বলেছিলেন, আসুন আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করি। কিন্তু তিনি না শুনে জামায়াতকে সঙ্গে নিয়ে সহিংসতার পথ বেছে নিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলেন। এমন পথ বেছে নিলে জনগণ তা প্রতিহত করবে।

স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না প্রমুখ বক্তব্য দেন।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.