মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান


মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে যোগ দিয়েছেন তিনি এ আহ্বান জানান।

এসময় বিজয়ী জাতির উত্তরসূরি হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশু-কিশোরদের উপদেশ দেন প্রধানমন্ত্রী। এসময় উন্নত দেশ গড়তে সবার সহযোগীতাও কামনা করেন তিনি।

এর আগে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.