নারীদের কোমর বড় হলে কি হৃদরোগের ঝুঁকি বেশি থাকে?


বিজ্ঞানীরা জানিয়েছেন, নারীদের কটির থেকে যদি কোমর বড় হয় তাহলে একই ধরনের পুরুষদের তুলনায় তাদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে। অস্ট্রেলিয়ার জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের এক গবেষণা থেকে এমন তথ্য জানা গিয়েছে।

ওই গবেষণা মাধ্যমে দেখা গিয়েছে, হৃদরোগের ঝুঁকি নিয়ে জরিপে সাধারণ স্থূলতার চেয়ে কটি চেয়ে কোমরের অনুপাত বিবেচনায় নিলে ভালো সফলতা পাওয়া যায়। খবর বিবিসি।

তবে নারী-পুরুষ উভয়ের জন্যই উচ্চপর্যায়ের বডি মাস ইনডেস্ক (বিএমআই) হৃদরোগের ঝুঁকি বাড়ায়। দৈহিক উচ্চতার সঙ্গে দৈহিক ওজনের অনুপাতই হল বিএমআই।

নিবন্ধটির লেখক ড. স্যান পেটার্স জানান, মানুষের উদরের চারপাশে আনুপাতিকহারে অধিক চর্বি জমলে তা আন্ত্রিক চর্বির থেকে বেশি ঝুঁকিপূর্ণ। সাধারণত কটির চেয়ে কোমর বেশি বড় হলে এমনটি ঘটে থাকে।

ড. স্যান পেটার্স আরো বলেন, মানুষের লিঙ্গভিত্তিক রোগের ধরন নির্ণয় করে আমরা ভবিষ্যতে নারী-পুরুষের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারব। বিশ্বব্যাপী স্থূলতার যে মহামারী শুরু হয়েছে, তার সমাধানে এ গবেষণা বড় ভূমিকা রাখতে পারবে।

আমেনিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। এ গবেষণাটি করতে প্রায় ৫ লাখ ৪০ থেকে ৬৯ বছর বয়সের মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.