জমজ সন্তানের মা হলেন সানি লিওন


জমজ সন্তানের মা হয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। গত বছর তারা নিশা নামের একটি কন্যা সন্তান দত্তক নেন। সম্প্রতি সানি লিওন ইনস্টাগ্রামে জানিয়েছেন, আরও দুই ছেলে এসেছে তাদের সংসারে। নাম নোয়াহ ও আশার। তবে তাদের দত্তক নেয়া হয়নি। সারোগেসির মাধ্যমে তাদের জন্ম দিয়েছেন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

তিন সন্তানসহ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সানি লিওন লিখেছেন, ঈশ্বরের ইচ্ছা! গত বছরের ২১ জুন আমার ও ড্যানিয়েলের মনে হয়েছিল আমরা খুব দ্রুত তিন সন্তান পেতে পারি। পরিবারটা এবার সম্পূর্ণ হল। কয়েক সপ্তাহ আগে তাদের জন্ম হয়েছে। কিন্তু তারা আমাদের হৃদয় ও চোখের মনিকোঠায় বহু বছর ধরে জীবন্তই ছিল। 

No comments

Powered by Blogger.