প্রোপোজ করতে ট্রাই করুন এই ৪ টিপস


যারা এখনো সিঙ্গেল আছেন। বিশেষ করে ভীতু ছেলেদের উদ্দেশ্যে বলি, যদি সত্যিই প্রত্যাখানকে এতো ভয় পান, তাহলে জীবনে প্রেম করার আশা ছেড়ে দিন। অন্য কোনো সাহসী ছেলেকে ছেড়ে দিন সুন্দরী মেয়েটিকে প্রোপোজ করতে।

চলুন জেনে নেই, প্রোপোজ করার ৪টি সহজ টিপস সম্পর্কে-

নিজেকে তৈরি করুন

কাউকে পছন্দ করার পরে যখন তাকে আপনার মনের মধ্যে জমা রাখা কথা বলতে যাচ্ছেন, এর আগে আপনি নিজেকে প্রস্তুত করুন। মনে রাখবেন, এই প্রস্তুতিটা কিন্তু রাতারাতি হয় না। হ্যাঁ, যদি নিজেকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে সেটা আপনি একদিন নিশ্চয়ই হতে পারবেন।

নিজের মনকে বদলান

আগে থেকেই অনেকেরই মেয়েদের সম্পর্কে নানা রকম ধারণা মনের ভিতরে জমা হয়ে থাকে। সেই গুলোকে মন থেকে দূরে সরিয়ে ফেলুন। একেবারে আলাদা করে ইমপ্রেস করার চেষ্টা করবেন না। প্রথম মেয়েটির সঙ্গে কথা বলার সময়ে অবশ্যই ভদ্র থাকুন। আবার বেশি ভালো মানুষ হতে গিয়ে মেয়েটির কাছে নিজেকে ‘ক্যাবলা’ প্রতিপন্ন করবেন না। এ সময় স্বাভাবিক থাকার চেষ্টা করুন। স্বাভাবিক ভাবে কথোপকথন চালিয়ে যাবেন। আবার এটাও মাথায় রাখতে হবে বেশি ভয়ে ভয়ে থাকলে কিন্তু আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে না। কাজেই, নিজেকে প্রতিনিয়ত সেভাবে তৈরি করুন।

প্রত্যাখ্যানের প্রস্তুতিও মনে মনে রাখুন

এখন কী কথাটা বলা ঠিক হবে? সে কী প্রস্তাব প্রত্যাখ্যান? যদি যে পাত্তা না দেয়? মনে রাখবেন জীবনে ঝুঁকি নিতেই হবে। ঝুঁকি না নিলে জীবনে আপনি কোনো কিছুতেই সফল হবেন না। প্রেমের ক্ষেত্রেও তার ব্যত্যয় হবে কেন? হয়তো সে ‘না’ করে দেবে। কিন্তু সেই প্রত্যাখ্যানকেও সহ্য করতেই হবে আপনাকে। আর সেটা সব সময়ই মনে রাখবেন। এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে পা ফেলবেন। এক সময় দেখবেন সফল হবেন।

নিজের উপর থেকে চাপ সরান

আগে নিজেকে ভালো বাসুন। স্বার্থপরতা নয়, বরং নিজের মনের মধ্যে যেন শান্তি থাকে, সেটা খেয়াল রাখুন। কখনোই নিজেকে নিরাপত্তাহীন ভাববেন না দয়া করে।

পাশাপাশি আর একটা কথা মাথায় রাখবেন। আপনি তার ‘মনের মানুষ’ না হতে পারেন, তার ভাল বন্ধু হতেই পারেন। তার কাছে নিজেকে সঠিক ভাবে মেলে ধরুন।

একটা কথা বলে রাখা ভালো- প্রথম ডেটে গিয়ে একটি ছেলে বা মেয়ে সব সময়ই দেখে তার সঙ্গীটি কতটা সুন্দর। আপনার বাহ্যিক রূপের কথা বলছি। আপনার পোশাক, কথাবার্তা, শরীরী ভাষা- এই সব। স্রেফ সেই পরীক্ষায় ফেল করেও অনেকেই প্রত্যাখ্যাত হয়।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.