ঘুমের মধ্যে কেঁদে ওঠেন? জেনে নিন কারণ


গভীর নিদ্রায় আচ্ছন্ন ৷ ঠিক তখনই মনে হল আপনি কাঁদছেন ৷ দুম করে ঘুম ভেঙে গেল৷ আর ভাবতে বসলেন, স্বপ্নে কাঁদছিলেন নাকি সত্যি, সত্যি ? অনেকে মনে করেন এই ধরণের উপসর্গ হয়তো কোনও গভীর মনোরোগের কারণ ৷ তবে মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা থেকে জানা গিয়েছে, এগুলো আসলে কোনও রোগই নয় ৷ বরং আমাদের অবচেতন মনের কাজ !

মনোবিদরা জানাচ্ছেন, স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা মোটেই খারাপ নয়। তাঁর মতে, মানুষের চোখ দেখেই তাঁর ভিতরের আত্মা সম্পর্কে আন্দাজ করা যায়। তাই তিনি চোখকে ‘আত্মার জানলা’ বলে মনে করেন। ঘুমানোর সময়ে মানুষের অবচেতন মন বেরিয়ে পড়ে। ফলে ঘুমের মধ্যে কাঁদা মানে আত্মার শোধন হওয়া।

মনোবিদদের কথায়, যাঁরা বহুদিন ধরেই কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন, তারা স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার পরে অনেকটাই সেইসব মানসিক সমস্যা থেকে মুক্ত বলে মনে করেন।

আরও সহজ ভাবে বলতে গেলে, কোনও কিছু থেকে মানুষ দুঃখ পাওয়ার পরে স্বপ্নে কাঁদার মাধ্যমে সেই দুঃখ অনেকটাই দূর হয়ে যায়। তাই এবার থেকে স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে ভয় পাবেন না। বরং জানবেন। বহুদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আপনি।

Collected News : padmanews24.com

No comments

Powered by Blogger.