১ মে পবিত্র শবে বরাত


পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাবান মাসের চাঁদের এ উদয়ের ফলে পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ মে দিনগত রাতে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বহুল প্রতীক্ষিত এ চাঁদ বাংলাদেশের আকাশে দেখা যায়।

এর আগে পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ ও শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষ্যে ২রা মে সরকারি ছুটি থাকবে। ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১লা মে দিবাগত রাতে।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দেগীতে কাটিয়ে থাকেন। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি থাকায় টানা দুই দিন (মঙ্গল ও বুধবার) ছুটি থাকবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.