মিয়ানমারে ফিরল প্রথম রোহিঙ্গা পরিবার


প্রথমবারের মতো মিয়ানমারে ৫ সদস্যের রোহিঙ্গা মুসলিম পরিবার ফিরেছে বলে জানা গেছে। এই রোহিঙ্গা মুসলিম পরিবারটিকে শনাক্তকারী কার্ডও দেয়া হয়েছে।

শনিবার তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে স্বেচ্ছায় তারা মিয়ানমারে যান।

এদের মধ্যে তিন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। মিয়ানমার সীমান্তে পা রাখার পর দেশটির কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়ে নিয়ে যান।

দেশটিন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে পাঁচ সদস্যদের একটি মুসলিম পরিবার রাখাইনের তাউনপিওলেতউইয়া সেন্টারে পৌঁছেছে। পরে তাদেরকে ইমিগ্রেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্বারা পরীক্ষা করা হয় এবং সামাজিক কল্যাণ, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয় তাদেরকে চাল, মশার নিট, কম্বল, টি-শার্ট, লংজিস (বর্মি সরোং) এবং রান্নাঘরের পাত্রে দেওয়া হয়।

মিয়ানমার সফরকালে জাতিসংঘের সহকারি সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটিয়ার অ্যাফেয়ার্স উরসুলা মুলারের মতে, রাখাইনের বর্তমান অবস্থা রহিঙ্গাদের জন্য উপযোগী নয়।

উল্লেখ্য, গতবছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে নির্যাতন শুরু করলে ৭ লাখের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

রয়টার্স

No comments

Powered by Blogger.