গবেষণা বলছে, বেশিরভাগ নারীর পছন্দ (অ্যানাল সেক্স )


যৌনতা আজও রহস্যে ঘেরা। প্রাচীনকাল থেকেই নর-নারীর মধ্যে যৌনতার বহু ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। অ্যানাল সেক্স বা পায়ুপথের যৌনতা তার মধ্যে অন্যতম। সমকামী পুরুষদের মধ্যে এই যৌনতাই মূল কেন্দ্রবিন্দু হলেও সাধারণদের মধ্যেও এই যৌনতার প্রচলন রয়েছে বহুযুগ ধরেই। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, বেশিরভাগ নারী নাকি পায়ুপথে সঙ্গম করতে পছন্দ করেন।

সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের জরিপ বলছে, ৩৬ শতাংশ নারী অ্যানাল সেক্স পছন্দ করেন। এই জরিপে জানা গেছে, ৪২ শতাংশ পুরুষও এই ধরনের যৌনতার চেষ্টা করেন। বেশির ভাগ ছেলেরই সেক্স ফ্যান্টাসিতে অ্যানাল সেক্স অনতম। নতুন জরিপ বলছে, অ্যানাল সেক্স মেয়েদের একটা অন্য রকম আনন্দ দেয়। ইউনিভার্সিটি অব টলেডোর সেক্স রিসার্চার কিম্বারলি ম্যাকব্রাইড এই তথ্য সামনে এনেছেন।

তবে এখনও নিজেদের সেক্স লাইফে এই পদ্ধতি অবলম্বন করেননি, এমন অনেক জুটি রয়েছে। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির জরিপে জানা গেছে, গতমাসে প্রায় ৮ শতাংশ নারী এই পদ্ধতিতে সঙ্গম করেছেন। 

গবেষক কিম্বারলি বলেছেন, ‘অনেক নারী বিশেষ বিশেষ দিনে এই পদ্ধতিতে সেক্স করার কথা ভাবেন। পুরুষ সঙ্গীর জন্মদিন কিংবা ভ্যালেন্টাইন ডে’তে অ্যানাল সেক্স করতে পছন্দ করেন অনেক মেয়েই। পায়ুপথের স্নায়ু অনেক বেশি সংবেদনশীল হওয়ায় এই যৌনতায় অনেকে আনন্দ পান। যদি ঠিকঠাক মতো করা যায়, তাহলে একজন নারীর সেরা যৌন অভিজ্ঞতা হতে পারে অ্যানাল সেক্স।’

সূত্র: মেনস হেলথ

No comments

Powered by Blogger.