নিয়মিত ঠাণ্ডা পানি পানে কমতে পারে গর্ভধারণের ক্ষমতা
অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পান করলে বিভিন্ন ভাবেই সেটি শরীরের ক্ষতি করে। ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, নারীদের ক্ষেত্রে সময়ের নির্দিষ্ট বয়সের আগেই ঋতুস্রাব শুরু হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার জন্ম দেয়। কিন্তু এবার জানা গেল আরও মারাত্মক ক্ষতির কথা।
বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনেরর গবেষকরা বলছেন, অতিরিক্ত ঠাণ্ডা পানীয় পান করলে তা নারীদের গর্ভধারণ ক্ষমতাও কমিয়ে দিতে পারে অনেকটাই। পুরুষদের ক্ষেত্রে সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা কমে যেতে পারে।
গবেষক দলের প্রধান এলিজাবেথ হাচ জানিয়েছেন, ‘সন্তান ধারণের ক্ষমতার সঙ্গে ঠাণ্ডা পানীয়র সম্পর্ক রয়েছে। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন তাদের ঠান্ডা পানীয় পান করা কমাতে হবে।’
প্রসঙ্গত, সমীক্ষাটি করা হয়েছিল ৪ হাজার মহিলা ও ১ হাজার পুরুষের মধ্যে। দেখা যাচ্ছে যারা নিয়মিত ঠাণ্ডা পানীয় পান করেন না সেইসব মহিলাদের গর্ভধারণ করার ক্ষমতা যারা নিয়মিত পান করেন তাদের থেকে ২৫ শতাংশ বেশি।
অন্যদিকে, যেসব পুরুষ নিয়মিত ঠাণ্ডা পানীয় পান করেন তাঁদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায় ৩৩ শতাংশ।
Collected News : bd-pratidin.com
No comments