পিতৃপরিচয় পাল্টে গেল জাস্টিন ট্রুডোর, তোলপাড় সোশ্যাল মিডিয়া!


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাকি কিউবার প্রয়াত জননায়ক ফিদেল কাস্ত্রোর ছেলে। পাতানো সম্পর্ক নয়, একেবারে কাস্ত্রোর সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে ট্রুডোর। এমনটাই গুজব ছড়ালো সোশ্যাল মিডিয়ায়। 

যদিও গুজবে জল ঢালতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে কানাডা সরকার জানিয়েছে, ট্রুডো কোনওভাবেই ফিদেল কাস্ত্রোর সন্তান নন।

সোশ্যাল মিডিয়ার খবর, ১ ফেব্রুয়ারি ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেলিতো আত্মঘাতী হওয়ার সময় তার সুইসাইড নোটে ট্রুডোকে সৎ ভাই বলে উল্লেখ করেছেন। যদিও ফিদেলিতো এমন কোনও সুইসাইড নোট লিখেছেন কিনা সে বিষয়েও ধন্দে পুলিশ। কিউবা সরকারের তরফে এখনও পর্যন্ত এমন কোনও বিবৃতি পাওয়া যায়নি।

২০১৬ সালের নভেম্বরে ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর এমন গুজব ছড়িয়েছিল। কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডো ও তার স্ত্রী মার্গারেটের সন্তান হিসাবেই আজন্ম পরিচিত জাস্টিন। জন্ম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বরে। পিয়ারে এবং মার্গারেটে বিয়ের ৯ মাস পর জাস্টিনের জন্ম হয়। 

প্রসঙ্গত, জাস্টিনের জন্মের চার বছর আগে কিউবা গিয়েছিলেন মার্গারেট। সেখানে ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতও করেন তিনি। এরপর আর কোনও দিন কিউবা যাননি মার্গারেট। সে ক্ষেত্রে কোনওভাবেই ফিদেলের সন্তান হতে পারে না জাস্টিন ট্রুডো। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.