শাহরুখ খানের 'জিরো' সিনেমায় শেষবারের মতো দেখা যাবে শ্রীদেবীকে


হিন্দি সিনেমার ‘চাঁদনি’ অভিনেত্রী শ্রীদেবী আর নেই।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনি। আত্মীয় মোহিত মারবাহরের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। জীবনের শেষমুহূর্তে তার পাশে ছিলেন স্বামী বনি কাপুর। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

শ্রীদেবীর এই আকস্মিক প্রয়াণে শোকাহত বলিউড, অনুরাগীরা। বেশ কিছুদিন বলিউড থেকে দূরে ছিলেন। ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মাধ্যমে ফের বড়পর্দায় কামব্যাক ঘটে তার।

গত বছরই মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘মম’। এই সিনেমায় প্রধান ভূমিকায় দেখা গেছে তাকে। শ্রীদেবীকে শেষ যে সিনেমায় দর্শকরা অভিনয় করতে দেখবেন তাহল আনন্দ এল রাই পরিচালিত সিনেমা ‘জিরো’তে।

শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শ্রীদেবীকে। এই সিনেমায় তার ছোট একটা দৃশ্য রয়েছে। গত বছর এই সিনেমায় তিনি শুটিং করেছিলেন।  শুটিংয়ের সময় শাহরুখ তার ইন্সটাগ্রাম পেজে শ্রীদেবীর সঙ্গে একটা ছবি শেয়ার করেছিলেন।

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.