মোশাররফ করিমের ক্ষমা চাওয়া নিয়ে যা বললেন তসলিমা নাসরিন


একটি টিভি অনুষ্ঠানে পোশাক নিয়ে মন্তব্যের জেরে ব্যাপক আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার কথার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা- সমালোচনা।

যদিও ইতোমধ্যে ক্ষমা চেয়েছেনে মোশাররয় করিম। এক ফেসবুক স্টাটাসে তিনে লিখেছেন- ‘আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি, তা হয়ত পরিষ্কার হয়নি। আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’

আর এই স্টাটাসের পর মোশাররফ করিমের ক্ষমা চাওয়া প্রসঙ্গে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন- মোশাররফ ক্ষমা চাইলেন কেন? তিনি তো ভালো জানেন যে মেয়েরা তাদের পোশাকের কারণে ধর্ষিতা হয় না। সত্য কথা বলার জন্য ক্ষমা চাইতে হয় না কখনও। ক্ষমা চাইলে নিজেকে বড় ক্ষুদ্র করে ফেলা হয়। নিজের ওই ক্ষুদ্র, ওই কুণ্ঠিত কুঞ্চিত রূপটি দেখতে কারোরই ভালো লাগে না।

No comments

Powered by Blogger.