বিয়ের পিড়িতে বসছেন দেব ও মিমি


সাংবাদিকদের ডেকে দেব নিজেই জানালেন সুখবরটা। বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দেব ও মিমি চক্রবর্তী। এর কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে দেখা গিয়েছিলো শুভশ্রীকে।

তবে দেব-মিমির বিয়েটা বাস্তবে না। তাদের এ বিয়ের দৃশ্য দেখা যাবে অনিকেত চ্যাটার্জির পরিচালনায় ‘হইচই’ সিনেমায়। যেখানে ঘরজামাইয়ের চরিত্রে দেখা যাবে দেবকে।

কমেডি ঘরানার গল্প নিয়ে নির্মিত হবে ‘হইচই’। এ প্রসঙ্গে দেব বলেন, ‘‘কমেডিটাও তো আমার দখলে। এতদিন পর দর্শক আমায় সিরিয়াসলি নিতে শিখেছেন। প্রায় চার বছর পর আমি ফের এ ধরনের বাণিজ্যিক সিনেমা করছি।’’

পরিচালক অনিকেত বলেন, ‘‘ চলতি মাসের শেষের দিকে উজবেকিস্তানে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি অনেকটা ‘গোলমাল’ সিরিজের মতো। যাকে নির্ভেজাল কমেডি বলে। তবে রিমেক নয়। এই সিনেমার চিত্রনাট্য অনেক আগেই তৈরি করেছিলাম। কিন্তু ‘কবীর’ সিনেমার গল্প ভীষণ পছন্দ হওয়ায় সেই সিনেমাটি আগে করার সিদ্ধান্ত নেন দেব। নয়তো, কমেডিটাই আগে করতে চেয়েছিলেন তিনি।’’

দেব-মিমি ছাড়াও ‘হইচই’তে অভিনয় করবেন খরাজ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, কনীনিকা ব্যানার্জি, প্রিয়াঙ্কা সরকার, অর্ণ মুখার্জি, পূজা ব্যানার্জিসহ অনেকে। সিনেমাটি আগামী দুর্গা পূজায় মুক্তির কথা রয়েছে।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.