মুস্তাফিজকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ইমোজি
মাল্টি বিলিয়ন ডলারের টুর্নামেন্ট। শুধু অর্থ নয়, গ্ল্যামারও জড়িত। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বলা হয়ে থাকে বিনোদনের কমপ্লিট এক প্ল্যাটফর্ম। ফ্র্যাঞ্চাইজিগুলোরও নিত্য নতুন প্রচেষ্টা সমর্থকদের মাঝে ছড়িয়ে দেয় আইপিএলের তুমুল উদ্দীপনা।
এরই ধারাবাহিকতায় আইপিএলের ১১তম আসরকে সামনে রেখে ইমোজি ও জিআইএফ (গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট) প্রকাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে রয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানেরও ইমোজি ও জিআইএফ।
মুস্তাফিজকে নিয়ে প্রকাশিত জিআইএফ।
৭ এপ্রিল, পর্দা উঠতে যাচ্ছে আইপিলের ১১তম আসরের। এরই মধ্যে বিভিন্ন দেশের ক্রিকেটাররা পা রাখতে শুরু করেছে ভারতে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে শনিবার ভারত পৌঁছেছেন মুস্তাফিজও। গতকাল বিকেলে বাঁহাতি এই পেসার ঢাকা ছাড়তেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইমোজি ও জিআইএফ প্রকাশ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘মুম্বাইয়ের পথে ফিজ। মুস্তাফিজের ইমোজিটা ডাউনলোড করে নিন।’
শুধু মুস্তাফিজই নয়, মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডে, জসপ্রিত বুমরাহ, কাইরন পোলার্ড, এভিন লুইসসহ অন্যান্য ক্রিকেটারদের নিয়েও ইমোজি ও জিআইএফ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
No comments