দুর্নীতিবাজদের পুনর্বাসন কেন্দ্র বিএনপি: হাছান


বিএনপি দুর্নীতিবাজদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

৩০ মার্চ, শুক্রবার দুপুরে রাজধানীর আইডিইবি মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় হাছান এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রকাশনাবিষয়ক সম্পাদক বলেন, ‘বিএনপি তাদের দলের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে প্রকৃতপক্ষে দুর্নীতিবাজদের আশ্রয়ের জায়গা করে দিয়েছেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় নিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আদালতের রায়ে তারা সন্তুষ্ট না হয়ে খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এমনকি বিএনপি বলছে, আদালতের এ রায় নাকি অবৈধ।

আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, সংসদের প্রতিনিধিত্বকারী দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে। কিন্তু বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললেন, 'জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ও কাদেরের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা তাদের কাছে নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচিত হবার পরের দিন থেকেই যেকোনো প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার অধিকার রয়েছে। তাই বিএনপিকে বলব, আপনারা জনগণের কাছে গিয়ে নিজেদের জন্যে ভোট চান।’

আলোচনা সভায় সংগঠনের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, প্রকৌশলী খবির হোসেন প্রমুখ।

Collected News : priyo.com

No comments

Powered by Blogger.