‘কিম কার্দাশিয়ান সত্যি খুব চমৎকার মানুষ’


‘ফটোশুটের দিন মিনিট তিনেক দেরি করে পৌঁছেছিলেন বলে সঙ্গেসঙ্গে সবার কাছে ক্ষমা চেয়েছিলেন কিম কার্দাশিয়ান। সত্যি তিনি খুব চমৎকার মানুষ। আমার ভীষণ পছন্দ হয়েছে তাকে। ভারতে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন কিম।’

‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনে কাজ করতে গিয়ে মার্কিন তারকা কিম কার্দাশিয়ান সঙ্গে ভারতীয় ফ্যাশন ডিজাইনার আনাইতা শ্রোফ তার অভিজ্ঞতার কথা শুক্রবার এভাবেই প্রকাশ করেন।

‘ভোগ ইন্ডিয়া’ ফটোশুটে কিম। ছবি: সংগৃহীত

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মার্চের প্রথম সপ্তাহে জনপ্রিয় ম্যাগাজিন ভোগ ইন্ডিয়ার ফটোশুটে দক্ষিণ এশিয়ার পোশাক শাড়ি-লেহেঙ্গা পরে অংশ নিয়েছিলেন কিম। তখন তার ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন আনাইতা। একসঙ্গে কাজ করতে গিয়ে কিমের সঙ্গে সখ্যতা গড়ে উঠে বলে গণমাধ্যমকে জানান তিনি।

ভোগ ইন্ডিয়ার ফটোশুটে মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ছবি: সংগৃহীত

সাক্ষাৎকারে আনাইতা আরও বলেন, ‘আমাদের ডিজাইনারদের নকশা করা শাড়ি, লেহেঙ্গা ও গহনা কিম খুবই পছন্দ করেছিলেন। এগুলোতে তাকে বেশ মানিয়েছে, এমন কথাও কিম আমাকে জানিয়েছেন।’

No comments

Powered by Blogger.