আইপিএলে ওয়ার্নারের স্থলাভিষিক্ত হওয়া নিয়ে যা বললেন তামিম


কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গভর্নিং কাউন্সিল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে। দুই অধিনায়কে হারিয়ে স্বাভাবিক ভাবেই রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ এক প্রকার চাপেই পরেছে। এখন তাদের দল সাজানোর জন্য নতুন ছক কষতে হচ্ছে।

সবচেয়ে বড় প্রশ্ন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের স্থলাভিষিক্ত কারা হবেন? বর্তমান বিশ্বের দুই তারকা ব্যাটসম্যানের বদলে দল দুটিতে যোগ দিয়ে কে এগিয়ে নিতে পারবেন?

ক্রিকেটের ইতিহাসে অন্যতম ন্যক্কারজনক এই ঘটনায় জড়িয়ে যাওয়ার পর রাজস্থান কর্তৃপক্ষ এরই মধ্যে স্মিথের পরিবর্তে আজিঙ্কা রাহানেকে দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। সেইসঙ্গে স্মিথের বিকল্প খুঁজে নিয়েছে তারা।

ভারতীয় সংবাদ মাধ্যম এভিপি লাইভ জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) এবারই প্রথম খেলার জন্য নিজের নাম তুলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তবে নিলামে দল পাননি রুট। এখন রাজস্থান রয়্যালসে স্মিথের বিকল্প খেলোয়ার হিসেবে দৌড়ে এগিয়ে আছেন তিনি। সবকিছু ঠিক থাকলে দলের সঙ্গে খুব তারাতারি যোগ দেবেন এই ব্যাটসম্যান। ভারতে টি-টোয়েন্টিতে রুটের খুব একটা অভিজ্ঞতা না থাকলেও ইংল্যান্ড দলের হয়ে তার পারফরম্যান্সই এক্ষেত্রে সবচেয়ে বড় মাপকাঠি হয়ে উঠেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লেয়ার রেগুলেশন অনুযায়ী, রাজস্থান রয়্যালস রুটকে নেবে। তাঁর নাম নথিভুক্ত রয়েছে। তার বেস প্রাইজ দেড় কোটি টাকা।

এদিকে বৃহস্পতিবার (২৯ মার্চ) সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হন কেন উইলিয়ামসন। হায়দরাবাদ তাদের টুইটারে এক টুইটে জানিয়েছে, ‘‌২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।’ পাল্টা টুইট করে উইলিয়ামসন জানিয়েছেন, ‘আসন্ন মৌসুমে অধিনায়কের দায়িত্ব সামলাতে হবে। একঝাঁক তরুণ ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুযোগ পাব। নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি।’‌

কিন্তু অধিনায়কের চিন্তা বাদ দিলে বাম-হাতি ওপেনার ওয়ার্নারের পরিবর্তে দলে কোন খেলোয়াড়কে নেয়া হবে, তা নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ এমনটাই বলছে এভিপি লাইভ। তবে দুই বিদেশি ব্যাটসম্যানকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপতিল ও টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

মার্টিন গাপতিলের মতো বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান এবারের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন। সদ্যসমাপ্ত নিদাহাস ট্রফিতে ৩০.৮০ গড়ে তামিম ১৫৪ রান করেছেন। কাজেই পারফরম্যান্সের দিক দিয়ে ওয়ার্নারের জায়গায় ২৯ বছর বয়সী এই তারকাকে নেবার সম্ভাবনা সানরাইজার্সের সব চেয়ে বেশি। বলে জানিয়েছে এভিপি লাইভ।

সম্প্রতি এই বিষয়ে তামিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আরে নাহ্‌, ভুল খবর। আর আমি তো হাঁটুর চোটে পড়েছি, সেরে উঠতেই অন্তত এক মাস লাগবে।’

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের নিলামে বাংলাদেশ থেকে দুইজন খেলোয়াড় দল পেয়েছেন। দুই কোটি ২০ লাখ রুপিতে পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সাকিব মোস্তাফিজ দল পেলেও দল পাননি তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুইজনেরই ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি করে। আশা করা হচ্ছিলো এবার প্রথমবারের মতো আইপিএলে দল পাবেন তামিম। নিলামের আগেও শোনা যাচ্ছিলো, প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব তামিমকে দলে নিতে পারে। কিন্তু তার কিছুই হয়নি।

আইপিএল নিলামের জন্য বাংলাদেশ থেকে মোট আটজন খেলোয়াড় নাম লিখিয়েছিলেন। এদের মধ্য থেকে চূড়ান্ত তালিকায় থাকেন ছয়জন। বাদ পড়েন দুইজন। চূড়ান্ত তালিকায় থাকা খেলোয়াড়দের নাম হলো সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবুল হাসান রাজু ও সাব্বির রহমান।

Collected News : bd-pratidin.com

No comments

Powered by Blogger.