ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়ে ' হত্যার চেষ্টা পুতিনকে' - রাশিয়া বলছে

রাশিয়া বলছে মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিনে দুটো ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে।

মস্কো বলছে তারা এই হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে।

ক্রেমলিন বলছে যে দুটো ড্রোনের সাহায্যে এই হামলা চালানোর চেষ্টা করা হয়, সেগুলোকে রুশ প্রতিরক্ষা বাহিনী আকাশেই ধ্বংস করে দিয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র বলছেন সেসময় মি. পুতিন ক্রেমলিনে ছিলেন না এবং হামলায় ভবনের কোনো ক্ষতি হয়নি।

এক বিবৃতিতে ক্রেমলিন বলছে: "গত রাতে কিয়েভ সরকার রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের বাসভবনে চালকবিহীন বস্তু দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করেছে।"

সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মস্কোর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি বস্তু ক্রেমলিনের উপরে উড়ছে এবং তার পরেই তাতে বিস্ফোরণ ঘটে।

তবে এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখতে পারেনি।

No comments

Powered by Blogger.