অজুর সময় কথা বললে অজুর ক্ষতি হবে কি?


নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২০৩৭তম পর্বে অজুর সময় কথা বললে অজুর ক্ষতি হবে কি না, সে সম্পর্কে বাগেরহাটের রামপাল থেকে চিঠিতে জানতে চেয়েছেন সৈয়দ জাহিদুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : অজু করার সময় পাশের লোকের সঙ্গে কথা বললে অজুর ক্ষতি হবে কি?

উত্তর : অজুর সময় কথা বলা জায়েজ, অজুর কোনো ক্ষতি হবে না। তবে স্বাভাবিকভাবেই আল্লাহর বান্দা যখন একসঙ্গে দুটি কাজ করতে যাবে, তখন কোথাও ভুল হতেই পারে। এ জন্য কেউ কেউ মনে করেন যে, অজু করার সময় কথা না বলাই ভালো।

অজুর সময় কোনো কথা বললে অজু নষ্ট হয়ে যাবে, এই মর্মে হাদিসে কোনো বক্তব্য প্রমাণিত হয়নি। অজুর সময় আপনি কথা বলতে পারেন, কথা বলা জায়েজ রয়েছে।

No comments

Powered by Blogger.