‘আমি চিনি, তারা ডিবি’


কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) বেলা ২টার দিকে এ অভিযোগ করেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন।

ওই তিনজন হলেন- ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

হাসান আল মামুন বলেন, সকাল ১১টায় আমাদের পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ছিল। সংবাদ সম্মেলন শেষে পরিষদের নেতারা কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল রওনা হই। পরে চানখারপুলের কাছাকাছি পৌঁছালে রাশেদ,ফারুক ও নুরকে সাদাপোশাকধারী ব্যক্তিরা মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। আমি চিনি, তারা ডিবি।

তাদের কীভাবে চিনলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও তাদের দেখেছি। তারাই নিয়ে গেছে। এসময় তাদের থেকে একটু পেছনে পড়ে যাওয়ায় তাকে অপহরণ করতে পারেনি বলে জানান হাসান।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের ফেসবুক পেজেও তিনজনকে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একটি ভিডিও শেয়ার করে তারা দাবি করেছে, সাদা মাইক্রোবাসে তিনজনকে তুলে নেওয়া হয়।

Collected News : bd24live.com

No comments

Powered by Blogger.