আমিরের মহাভারতে অমিতাভ-সালমান-অক্ষয়-প্রভাস


শুটিং চলতি ‘থাগস অব হিন্দুস্তান’-এ প্রথমবার অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও আমির খান। ভারতের বর্তমান পত্রিকা জানাচ্ছে, আমিরের উচ্চাভিলাষী প্রজেক্ট ‘মহাভারত’-এও থাকছেন বিগ বি। আরো অভিনয় করবেন মুম্বাই ও দক্ষিণ ভারতের নামি তারকারা।

মহাভারতের কথা ভাবলেই কয়েকটা প্রধান চরিত্র চোখের ওপর ভেসে ওঠে। যাদের ছাড়া মহাভারত দাঁড়ায় না। আর প্রচুর পড়াশোনার পর চরিত্র অনুযায়ী স্টারকাস্টও ভেবে ফেলেছেন মিস্টার পারফেকশনিস্ট।

সেই তালিকায় প্রথম নামটাই বৃদ্ধ পিতামহ ভীষ্মের। তার চরিত্রে অমিতাভ বচ্চনকে বেছেছেন আমির।

তার মতে, হস্তিনাপুর যেমন ভীষ্মের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল, তেমনই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিও বিগ বি-র উপর অনেকটাই নির্ভরশীল। তাই ভীষ্ম চরিত্রে বিগ বি আদর্শ চয়েস। দ্বিতীয় নামটি কর্ণ। মহাভারতের উপেক্ষিত অথচ ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি সূর্যের পুত্র। সূর্যদেবের তেজ তার চরিত্রে। কর্ণর ভূমিকায় বাহুবলি ওরফে প্রভাসের কথাই ভেবেছেন আমির।

এরপর নায়ক শ্রীকৃষ্ণ। মহাভারত মহাকাব্যে কৃষ্ণ সর্বত্র বিরাজমান। কুরুক্ষেত্রের যুদ্ধে তার পরামর্শ ছাড়া সবকিছুই ছিল অচল। তাই কৃষ্ণের চরিত্র করবেন আমির স্বয়ং।

মহাভারতের মাচো হিরো অর্জুন। তিনি বীরযোদ্ধা আবার প্রেমিকও বটে। এমন চরিত্রে বলিউডের গ্রিক গড হৃতিক রোশন ছাড়া আর কাকেই বা ভাবা যায়? এরপর এলেন দুর্যোধন। তার চরিত্রটি সবচেয়ে বেশি খটোমটো। তিনি হিংসুটে। অন্যের বুদ্ধিতে চলেন। আবার তার মতো বন্ধুবৎসল পাওয়া ভার। একাধিক শেড রয়েছে এই চরিত্রে। সেই রংগুলো ফুটিয়ে তোলার জন্য এমন কোনো অভিনেতাকে চাই যিনি সুঅভিনেতা হওয়ার পাশাপাশি অভিজ্ঞও বটে। আমিরের চিন্তা অনুযায়ী তিনি অক্ষয় কুমার।

এরপর এলেন ভীম। পবন পুত্র ভীমের চরিত্রে মাত্র একটাই বৈশিষ্ট্য। তিনি একমুখী। ভালোবাসা, বন্ধুত্ব, দায়িত্ব সবক্ষেত্রেই তিনি একমুখী। বলিউডের পরিভাসায় ভীম হলন ‘মাস্‌ল ম্যান’। এমন চরিত্রের জন্য সালমান খান পারফেক্ট চয়েস জানিয়েছেন আমির।

সবশেষে এলেন শকুনি। মহাভারতের এক ও অদ্বিতীয় ভিলেন। তার চরিত্রের খারাপ দিকটা চোখে মুখে ফুটিয়ে তুলবেন যিনি, তিনি আর কেউই নন মনোজ বাজপেয়ি।

কুন্তী, দ্রৌপদী, ধৃতরাষ্ট্র এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র বাদ পড়ল যে! এনিয়ে এখনো কথা বলেননি আমির। শুধু বলেছেন, মহাভারত বলে কথা, সবচরিত্র নিয়েই বিস্তর পড়াশোনা করতে হচ্ছে। বাকি চরিত্রগুলো তাই ক্রমশ প্রকাশ্য।

Collected News : poriborton.com

No comments

Powered by Blogger.