মুস্তাফিজ ও বুমরাকে ব্যবহার করছেন না রোহিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স তিন ম্যাচের একটিতেও জয় পায়নি । কাঙ্ক্ষিত জয়ের অনেকটা কাছে গিয়েও পাওয়া যায়নি সাফল্য। আর এই পরাজয়ের কারণ হিসেবে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার ভুল সিদ্ধান্তকেই দায়ী করছেন সাবেক ক্রিকেটার জহির খান।
ইনিংসের শুরুর দিকে দলের সেরা বোলার মুস্তাফিজ-বুমরাহকে ব্যবহার করছে না রোহিত। সে তাদেরকে ডেথ ওভারের জন্য রেখে দিচ্ছে। অথচ তাদের ইনিংসের শুরু দিকের বোলিং দারুণ কিছুর ইঙ্গিত দেয়। শুরুর দিকেই তাদের ব্যবহার করলে উইকেট পেত এবং ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত। তারা শুরুর দিকে বোলিং করলে প্রতিপক্ষের উইকেট আরও বেশি পড়ত।’ বলে মন্তব্য করেছেন এই সাবেক ক্রিকেটার।
চলতি আইপিএলে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন ভারতের এই সাবেক পেসার। তার মতে, মুস্তাফিজ ও জসপ্রীত বুমরাকে সঠিকভাবে ব্যবহার করছেন না রোহিত। দলটির শনিবারের ম্যাচ বিশ্লেষণ করে এমনটাই জানালেন জহির।
বিশেষ করে শনিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষের ম্যাচ নিয়ে জহির বলেন, ‘শুরুর দিকে মুস্তাফিজ-বুমরাহ বোলিং করলে শেষ ওভারে ১১ রানের জায়গায় হয়তো ১৭-১৮ রান থাকত। শুরুতে হার্দিক এবং অকিলা ধনঞ্জয়াকে বোলিং করিয়েছে রোহিত। ওরা কিন্তু মুম্বাইয়ের স্ট্রাইক বোলার নয়। শুরুর দিকে উইকেট পড়ে গেলে শেষে দিকের ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবেই চাপে থাকে।’
মুস্তাফিজের প্রশংসা করে জহির বলেন, ‘প্রতি ম্যাচেই ফিজ দারুণ শুরু করেছেন। বোঝাই যায় তিনি শুরুর দিকে তছনছ করে দেওয়ার মতো বোলার।’
Collected News : bd24live.com
No comments