জানেন বিয়ের রাতে কেন লাল শাড়ি পড়তে বলা হয়? জানলে আশ্চর্য হবেন


প্রাচীন কাল থেকেই বিবাহে লালশাড়ির ব্যবহার চলে আসছে। আধুনিক বিজ্ঞান মতে রং মানুষের মনকে প্রভাবিত করতে পারে।

যেমন কোনও হালকা রং বা সাদা রং মানুষের মনকে শান্ত এবং স্নিগ্ধ করে তোলে। তেমনই কৃষ্ণাচুড়ার লাল রং প্রেমিক-প্রেমিকার মনকে রাঙিয়ে তোলে।

আবার কালো রং নির্বাক শোক এবং প্রতিবাদের ভাষা হিসাবেই পরিচিত।

যাই হোক, লাল বেনারসী পরিহিতা নববধুকে যেমন মোহময়ী লাগে, তেমনই বরের চোখেও ঘনিয়ে আসে ভালোবাসার নেশা। বুকের মধ্যে জ্বলে ওঠে প্রেমের আগুন। উথলে ওঠে আবেগ।

অর্থাৎ লাল রং যেন মানুষের কামনা-বাসনা, ভালোবাসার প্রতীক। যৌবনের দূত।

No comments

Powered by Blogger.